ব্রাহ্মণবাড়িয়ায় গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের হিড়িক পড়েছে। এ পর্যন্ত শুধু সদর মডেল থানাতেই প্রায় একডজন হত্যা, বিষ্ফোরক ও নাশকতার মামলা করা হয়েছে। প্রায় প্রতিটি মামলাতে গড়ে দুই শতাধিক মানুষকে আসামী করা হচ্ছে।
এসব মামলায় সাবেক মন্ত্রী, এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ প্রতিপক্ষের রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে আসামী করা হয়েছে। এসব মামলার আসামী হয়েছেন জেলার কয়েকজন সাংবাদিকও। প্রবাসে থেকেও মামলার আসামী হয়েছেন মোঃ বাছির দুলাল এবং মোঃ রাসেল। এ অবস্থায় সাধারণ মানুষ মামলা আতঙ্কে ভুগছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি প্রতারক চক্র মামলা হওয়ার আগেই শহরের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে মামলার কপি বানিয়ে এসব ভুয়া কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। যাদেরকে ওইসব ভুয়া মামলায় আসামী করা হয়, মামলার কপি দেয়া হচ্ছে তাদের ম্যাসেঞ্জার ও হোয়াস্টআপে। পরে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।
এমন পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পক্ষ থেকে জনগনকে প্রতারক থেকে সাবধান থাকার জন্য সর্তক করা হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন।
মঙ্গলবার বিকেলে তিনি সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে আতঙ্কিত না হয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানান। পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইননগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি কম্পিউটার টাইপের মাধ্যমে ২০০-৩০০ বা তার অধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলার অভিযোগ লিখে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।
মামলায় নাম ঢুকিয়ে দেওয়া ও মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা- পয়সা আদায়সহ জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এ ধরণের অভিযোগ দেখে আতঙ্কিত হয়ে টাকা-পয়সা লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানান ওসি।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন নাম লেখে টাকা-পয়সা নিচ্ছে বলে সূত্র থেকে জানা গেছে। তিনি বলেন, থানায় কোনো অভিযোগ দায়ের হলে, মামলা রজু হলে প্রতি পাতায় স্বাক্ষর ও সীল থাকে। প্রতারকদের বিষয়ে তথ্য দিতে তিনি ওসি ও ডিউটি অফিসারের নম্বর ওই প্রেস বিজ্ঞপ্তিতে জুড়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া অভিযোগ/এজাহার প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতারকদের বিষয়ে তথ্য দিতে যোগাযোগ ০১৩২০-১১৪৯৮১ (অফিসার ইনচার্জ, সদর মডেল থানা), ০১৩২০-১১৪৯৮৬ (ডিউটি অফিসার)। নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ৫ই আগষ্টের পর গত প্রায় ৩ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া বিভিন্ন মামলা নিয়ে বানিজ্যের এই অভিযোগ আলোচিত। গত ২৮শে অক্টোবর ৩৫০ জনের নামে একটি এবং ২৫শে অক্টোবর ২৪০ জনের নামে আরো দুটি মামলা হয়। এসব মামলা রজু হওয়ার আগেই মানুষের মুখে মুখে চাউর ছিলো।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত