• জাতীয় জীবনযাপন
  • ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ সকাল ১১.০০ টায় আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারুক আহম্মদ উল্লা খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. দেলোয়ার হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর কাজী মো. মোস্তফা জালাল। আরো বক্তব্য দেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মিজানুর রহমান, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সুলায়মান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জনাব ফাহমিদা আক্তার। আলোচনা সভা শেষে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য লিখুন

আরও খবর