২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জানের সাথে আবাসিক চিকিৎসকদের বিরোধের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ মহিউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সকাল থেকে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেন।
এদিকে চিকিৎসকদের এই বিরোধের ঘটনায় দফায়-দফায় বৈঠকের কারণে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও প্রায় ২ ঘন্টা হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়। এ ঘটনায় রোগীসহ তাদের আত্মীয় স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনার পর মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ মহিউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেন। তারা হাসপাতালের চিকিৎসকদের সাথে বৈঠক করেন। আগামী ৭দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জান বলেন, আমার সাথে তিন চিকিৎসকের অসৌজন্যমূলক ঘটনার কারনে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ মহিউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল থেকে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন। প্রতিনিধিদলটি রাতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবেন। তদন্তদল চিকিৎসকদের সাথে কথা বলেছেন, আমার সাথেও কথা বলেছেন। প্রয়োজনে আরো বলবেন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ মহিউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল সরজমিন তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত কমিটি উভয়পক্ষের সাথে কথা বলেছেন, এ সময় আমিও উপস্থিত ছিলাম।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত