ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি করার অভিযোগে ৭১ টি টিকিটসহ দুই জনকে আটক করে কারাদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্মতা (ইউএনও) সেলিম শেখ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন।
দন্ডপ্রাপ্তরা হলেন: জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া (২৩), অষ্টগ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে সাব্বির (২৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় কালোবাজারে বিভিন্ন ট্রেনের ৭১টি টিকিট সহ দুই জন কালোবাজারিকে আটক করা হয়।
(মহানগর এক্সপ্রেসের ১৭ পাতা ২৮ টিকেট, মহানগর গোধূলির ৩ পাতা ৪ টিকেট, চট্টল এক্সপ্রেসের ১৭ পাতা ৩৪ টিকেট,তূর্ণা এক্সপ্রেস এর ৭ পাতা ৭ টিকেট)
টিকিটেগুলোর সর্বমোট মূল্য ১০ হাজার ৪১০ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধী সুমনকে ১ বছর, সাব্বিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত