নই আকন্ঞ্জি: ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় সুর সম্রাট দি আলা উদ্দিন সঙ্গীতাঙ্গন প্রাঙ্গনে উদ্বোধনী ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দুস, জেলা রেজিষ্ট্রার সরকার লুৎফুল কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি। এসময় বক্তারা বলেন ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে এই সেবার আয়োজন করা হয়েছে। পরে অতিথিবৃন্দ সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত