ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ডাকঘর সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মরতরা তাদের জীবনকে বাজি লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরন্তরভাবে কাজ করে যায়। বহু ঘটনায় তারা সাধারণ মানুষকে রক্ষা করতে গিয়ে আত্মহুতি পর্যন্ত দিয়েছেন। তাই তাদের এই কর্মকান্ডকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্যবস্থাকে অত্যাধুনিক করণে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। পর্যায়ক্রমে দেশের অগ্রযাত্রার সাথে সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেও আরো অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বক্তারা, বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে সচেতন হওয়ার আহবান জানান। পরে অতিথিবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে থাকা বিভিন্ন উদ্ধারকারী সরাঞ্জামসমূহ পরিদর্শন করেন।

মন্তব্য লিখুন

আরও খবর