রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন উপলক্ষে

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রম উপলক্ষ্যে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে সদর উপজেলার মজলিশপুর মৈন্দ কৃষি জমিতে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে বলে আশাবাদ ব্যক্ত করছে কৃষি বিভাগ। কার্যক্রমের আওতায় ৬০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ধানের চারা রোপণ করা হবে।

মাঠ দিবস শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক ডক্টর মোঃ আব্দুল মুঈদ প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও কৃষানীগনসহ সূধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর