ব্রাহ্মণবাড়িয়ার ডিসিসহ ৩ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ না করতে পারে সেই লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকসহ (ডিসি) বিভিন্ন জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) সকালে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিসহ মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ওসিকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে শুরু হয় মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়।

মন্তব্য লিখুন

আরও খবর