• কসবা জাতীয়
  • ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, চট্টগ্রাম থেকে ছাড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার জন্য আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বিকল ইঞ্জিন সরানোর পর রেল যোযাগোগ স্বাভাবিক হবে।

মন্তব্য লিখুন

আরও খবর