ব্রাহ্মণবাড়িয়ার জনসাধারণ এর জন্য র‍্যাবের বেসিন ও হ্যান্ডওয়াশ স্থাপন

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নাগরিকদের জন্য দুটি বেসিন হ্যান্ডওভার স্থাপন করেছে র‍্যাব-১৪, সিপিসি ৩ ভৈরব ক্যাম্প। সোমবার রাতে এই দুটি বেসিন ও হ্যান্ড ওয়াশের কার্যক্রম উদ্বোধন করেন র‍্যাব-১৪, সিপিসি ৩ ভৈরব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ জুবায়ের। এসময় র‍্যাব ১৪, সিপিসি ভৈরব ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ব্যাপারে ভৈরব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ জুবায়ের জানান, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সাবান দিয়ে হাত পরিষ্কার করা অতি জরুরি। এজন্য জেলার প্রতিটি নাগরিকদের তিনি এই হ্যান্ডওয়াশ ব্যবহার করার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

আরও খবর