বেনাপোলে গৃহবধূ’র লাশ উদ্ধার,গ্রেফতার-৪

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
ছবি- কালের বিবর্তন

সম্রাট হোসাইনঃ যশোর জেলার বেনাপোল পৌরসভাধীন ৫নং ওয়ার্ডস্থ দিঘীরপাড় এতিমখানা সংলগ্ন উত্তরের মাঠ পাড়ায় শশুরবাড়ী হতে কোহিনুর খাতুন(২১) নামের এক গৃহবধূ’র লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে স্বামী সহ ০৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাস্থল ঘুরে জানা গেছে,নিহত কহিনুর খাতুন শার্শা উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে স্বামী হৃদয় হোসেন বেনাপোল দিঘির পাড় মাঠপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, ৫ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। তাদের ০৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এলাকাবাসী জানায়, বিবাহের পর থেকেই স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শনিবার(২৬ অক্টোবর) মধ্যরাতের কোন এক সময় উভয়ের মধ্যে ঝগড়া,বাক-বিতন্ডা শুরু হলে স্বামী হৃদয় হোসেন স্ত্রী কোহিনুরের উপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ী মারধর করতে থাকে,একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে ঘাতক স্বামী বালিশ চাপা দিয়ে কোহিনুরকে হত্যা করে।

এলাকাবাসী বলছে, পরিবারের লোকজন কোহিনুরকে ভালভাবে মেনে নেয়নি। তাদের সাথেও সবসময় ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক ছিল।

শনিবার সকালে খবর পেয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান এবং ঘর হতে লাশটি উদ্ধার করেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পলিয়ে থাকা স্বামী হৃদয় হোসেন,শশুর,শাশুড়ী ও ঘাতক স্বামীর বোনকে থানা হেফাজতে নিয়ে আসেন।

এ বিষয়ে ওসি মো: রাসেল মিয়া জানান, গৃহবধূ কোহিনূরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।