যুগে যুগে মনুষিদের জন্ম হয়। কার দ্বারা কখন সরাইলের উন্নয়ন হবে তা আমরা কেউ জানিনা। কেউ যদি ভালো উদ্যোগ নিয়ে আসে।তাকে সকলে সহযোগিতা করা দরকার। আপনারা জানেন আমি জাপানে থাকি।নোংরা বা হিংসার রাজনৈতি পছন্দ করিনা। আমি আওয়ামী লীগের সভাপতি,সেক্রেটারি বা এমপি হতে আসি নাই।
আমি এলাকার মানুষকে ভালবেসে সরাইল- আশুগঞ্জের উন্নয়ন করতে এসেছি। আপনারা আমাকে সাহায্য করুন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম দাখিল করে। সোমবার(২০ নভেম্বর ) বিকেলে সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে উপরোক্ত কথাগুলো বললেন। আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ)। তিনি এসময় সরাইল- আশুগঞ্জ এলাকার মানুষকে অনুরোধ করে বলেন। আমার কোন কথায় আপনারা রাগ না করে ।
বেকারত্ব দূর করে এলাকার স্বার্থে উন্নয়নের যে উদ্যোগটি নিয়েছি। আপনারা খোঁজ-খবর নিয়ে আমার এই কাজকে সাধুবাদ জানিয়ে।আমার স্বার্থে নয় এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে সর্বস্তরের লোকের সহযোগিতা চাইলেন জাপান প্রবাসী আবু শামীম মোহাম্মদ পিয়ার(পলাশ)।
আবু শামীম মোহাম্মদ পিয়ার(পলাশ) সকলকে উদ্দেশ্য করে বলেন,রাজপথে রাজনীতি পছন্দ করি না'আমি উন্নয়নে বিশ্বাসী। রাজপথে রাজনীতি কাটাকাটি এই জিন্দাবাদ সেই জিন্দাবাদ। রাস্তায় মোটরসাইকেল শোডাউন এগুলা আমি পছন্দ করি না। আমি চাই মানুষের কর্মসংস্থান মানুষ কিভাবে ভাল থাকবে।শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার উন্নয়নে আমি বিশ্বাসী। এই এলাকায় শিল্প কারখানা প্রতিষ্ঠা হলে।
সরাইল- আশুগঞ্জের মানুষ ভালো থাকবে। ভালো খাবে উন্নত জীবন যাপন করবে। মানুষের মধ্যে সুহাদ্য পরিবেশ বজায় থাকবে। শিল্প কারখানা হলে মানুষের কর্মসংস্থান হবে।
কেউ আর বেকার থাকবে না।মানুষকে ভালো রাখার জন্যই আমার এই উদ্যোগ। পলাশ বলেন, আপনারা জানেন,আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা আওয়ামী পরিবারের সন্তান। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে কাজের মাধ্যমে বেকারত্ব দুর করে। কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার মানুষের উন্নয়নে। আপনাদের সহযোগিতায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সরাইল- আশুগঞ্জের উন্নয়নের জন্য আপনারা আমার হাতকে শক্তিশালী করুন।
এই এলাকার মানুষ ভাল থাকবেন এটাই আমার চাওয়া।এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত