বিজয়নগরে ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে চারজনকে অব্যাহতি

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
অব্যহতি
প্রতিকী ছবি

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এস.এস.সি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে দায়িত্বে থাকা চারজনকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার এ তথ্য নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, নিদারাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব আব্দুল আহাদ, হল সুপার গোলাম জিলানী, আব্দুল হান্নান ও কক্ষ পরিদর্শক। ‘ভুল’ প্রশ্ন পত্রে পরীক্ষা দেয়া পরীক্ষার্থীদের রোল নম্বর শিক্ষা বোর্ডে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, সোমবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদেরকে ২০২০ সালের বদলে ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। ওই কেন্দ্র ২০১৮ সালের অনিয়মিত পরীক্ষার্থীও ছিলো। দায়িত্বরতদের ভুলের কারণেই এমন হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর