বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি নতুন কর্মসূচি দুইদিনের মধ্যে ঘোষণা

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সংগৃহীত

আওয়ামীলীগ সরকারকে পতনের এক দফা দাবি আদায়ে লক্ষে আগামী দুদিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নির্বাচনের মাঠে জনগণকে বাহিরে রেখে নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না । জনগণ মাঠে নেমেছে তাদের সাথী হয়ে আমাদের এবারের লড়াই জীবন-মরণের লড়াই।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল শেষে এ কথা জানান তিনি। এর আগে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল পূর্ব মুহুর্তে উনুষ্ঠতি সমাবেশে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার পদত্যাগের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তা গণভবন পর্যন্ত নিয়ে যেতে হবে।

আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাঠে জনগণকে বাহিরে রেখে নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ মাঠে নেমেছে তাদের সাথী হয়ে আমাদের এবারের লড়াই জীবন-মরণের লড়াই।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতার সব অর্জনকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ উন্নয়নকে দিনদিন ধ্বংস পথে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে মিথ্যা ও গায়েবি মামলায় নেতাকর্মীদের সাজা দিচ্ছে।

শেখ হাছিনা সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। ক্ষমতা থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপক্ষ কমিশনরে অধীনে নির্বাচন করতে হবে ।

ফখরুল বলেন, আমাদের এবারের লড়াই হচ্ছে জীবন-মরণ লড়াই। মিথ্যা ও গায়েবি মামলায় নেতাকর্মীদের সাজা দেওয়ার ভয় দেখিয়ে আমাদের থামিয়ে রাখতে পারবে না।

 

মন্তব্য লিখুন

আরও খবর