বরিশালে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৪ জন। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাহাদুরপুর এলাকার হাফিজুল (২০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার পবন মল্লিক (৫৫)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, ওই দুজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫৪ জন। এরমধ্যে সবচেয়ে বেশি পিরোজপুরে ৭৬ জন, বরিশালে ৬৭ জন, পটুয়াখালীতে ৬৩ জন, ভোলায় ৩৬ জন, বরগুনায় ছয়জন ও ঝালকাঠিতে ছয়জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮ হাজার ৭৯৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৩৮ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ১৮৪ জন।

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন। এরমধ্যে বরিশালে ৪৮ জন, ভোলায় সাতজন, বরগুনায় পাঁচজন, পিরোজপুরে ছয়জন ও পটুয়াখালীত পাঁচজন রয়েছেন।

মন্তব্য লিখুন