তানিম রহমান পরাণ(ভ্রাম্যমান প্রতিনিধি):-সিরাজুল ইসলাম সজীব। কাজ করতেন আড়ংয়ের সেলসম্যান হিসেবে। সেখানে নারী সহকর্মীকে প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখান করেন তিনি। এতে প্রতিশোধ নিতে পাগল হয়ে ওঠে সজিব।একপর্যায়ে ওই নারী সহকর্মীর পোশাক পরিবর্তনের একটি ভিডিও করে । সেই ভিডিও মেয়েটিকে দেখিয়ে কু-প্রস্তাব দেয় সজীব। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে আড়ং থেকে চাকরি চলে যায় তার।কিন্তু তার পরেও থেমে থামে নি সে। চাকরি থাকাকালীন অবস্থায় আড়ংয়ের বেশ কয়েকজন নারী সহকর্মীর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে সজিব। সেই ভিডিওগুলো দিয়ে প্রতারণা শুরু করতে থাকে তাদের সাথে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেফতার হওয়া সজীবের কাছ থেকে ৩৬টি ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগই আড়ংয়ে কর্মরত নারী কর্মচারীদের।
কর্মজীবী নারীরা বলছেন, কর্মক্ষেত্রে যদি নারীর নিরাপত্তা নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে ভবিষ্যতে নারীরা আগ্রহ হারাবে কাজ করার।
আড়ং কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি ক্রেতাদের চেঞ্জ রুমে নয়, ঘটেছে কর্মচারীদের চেঞ্জ রুমে। ক্রেতাদের চেঞ্জ রুমের জন্য তাদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ভবিষ্যতে যাতে এ ধরণের কোনো ঘটনা না ঘটে সে বিষয়টিও কর্তৃপক্ষ খেয়াল রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত