প্রিয় নদী তিতাস

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
প্রিয় নদী তিতাস

প্রিয় নদী তিতাস
– আল আমীন শাহীন

প্রতিদিনের সাঁতার গোসলের প্রিয় তিতাস নদী
মনে বাসনা সেই অতীত ফিরে পেতাম যদি.
নদীর পাড়ের সন্তান বলে মনে গৌরব গাঁথা
এই নদীতে জমানো আছে মনের নানা কথা।
শৈশব কৈশোরে নদীর কথা মনে পড়ে বারবার,
এই নদী ছিল উৎস উজার সুখে হারাবার
তিতাস নদী প্রিয় ছিল তোমার আমার সবার।

প্রতিদিন ছিল দেখা নদীর এপাড় ওপাড়,
আব্বার কোলে এই নদীতে শিখেছি যে সাঁতার
আব্বার পিঠে চড়েই প্রথম গেছি নদীটির ওপার
আব্বার হাত ধরে রোজ যেতাম নদীর কাছে
হাত ছাড়িয়ে দিতাম লাফ পৌছতাম নদীর মাঝে।

প্রতিদিনের গোসলের মাঝে কত ছিল সুখ
ডুব সাঁতারে দাপাদাপিতে হতো ডালিম রাঙ্গা চোখ
দলবেঁধে বন্ধুরা সব যেতাম নদীর ওপাড়ে
কার থেকে কে আগে যাবে প্রতিযোগিতা ছিল সাঁতারে।
হো মাছ কিছু দেখাতো পিঠ নদীর মাঝভাগে
এখন এসব পাই না খুজে যা ছিল আগে।

যাত্রীবাহী লঞ্চ সান সাইন তরণী চলতো মালবাহী জাহাজ
দারকিনা পাবদা পুটি বোয়াল বাউশ
ছিল কত রংবেরংয়ের নানা জাতের মাছ
কোথায় হারাল সম্ভারে ভরা তিতাস নদীর সাজ
খুজে না পাই এসব কিছু হারিয়ে গেছে আজ।
অদ্বৈতের তিতাস নদী ইতিহাসে যা লেখা
হারিয়েছে সে রূপ যৌবন নেই সেসবের দেখা,
আবর্জনা স্তূপে রংয়ে কালো নদীর পানি
সাঁতার দিতে সেই নদী আর দেয় না হাতছানি।

কলকারখানার দূষণে গন্ধ ভরা নদীটির দুপাড়
আগের মতো এ নদীতে দেয় না সবাই সাঁতার
নদীর দিকে তাকিয়ে বাড়ে বুকে হাহাকার
এগিয়ে তেমন আসে না কেউ নদীর দুঃখ সাড়াবার।
————————-
স্মরণ কৃতজ্ঞতা আর প্রেরণা:
অগ্রজ শাকিল ওয়াহেদ সুমন