প্রিন্ট হয়ে পড়ে আছে স্মার্টকার্ড, দ্রুত বিতরণ করতে চান পিডি

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ , ২ নভেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 hours আগে

অনেক উপজেলায় প্রিন্ট হয়ে পড়ে আছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড)। এসব স্মার্টকার্ড জরুরি ভিত্তিতে বিতরণ করতে চান আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের পিডি ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় জরুরি ভিত্তিতে স্মার্টকার্ড বিতরণের বিষয়টি জানান পিডি সায়েম।

সভায় প্রকল্প পরিচালক জানান, স্মার্টকার্ড বিতরণের কাজ দ্রুততার সঙ্গে করা প্রয়োজন। বেশকিছু উপজেলার স্মার্টকার্ড মুদ্রিত অবস্থায় আছে। যা বিতরণ করা জরুরি। ইতোমধ্যেই ভোটার নিবন্ধন এবং স্মার্টকার্ড বিতরণ কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে। এগুলো যত্নসহকারে ব্যবহার ও সংরক্ষণ করা আবশ্যক।

এদিকে ইসি জানিয়েছে, এ পর্যন্ত স্মার্টকার্ড ছাপানো হয়েছে ৮ কোটি ১৪ লাখ ৩৬ হাজার ৯৫টি। বিতরণ হয়েছে ৬ কোটি ৬৪ লাখ ৬ হাজার ২৫৯টি। মোট অবিতরণকৃত কার্ডের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।

নির্বাচন কমিশন ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে কার্ড বিতরণ করে থাকে। এর মধ্যে বরিশাল অঞ্চলে ৮ লাখ ৪৮ হাজার ২৪৪টি, চট্টগ্রাম অঞ্চলে ১২ লাখ ৫৯ হাজার ৬২০টি, কুমিল্লা অঞ্চলে ১৯ লাখ ৪৭ হাজার ৭৩৫টি, ঢাকা অঞ্চলে ৩৭ লাখ ৭৩ হাজার ১৬৫টি, ফরিদপুর অঞ্চলে ৬ লাখ ৭৩ হাজার ৪১টি, খুলনা অঞ্চলে ১৪ লাখ ৪৯ হাজার ৬৭০টি, ময়মনসিংহ অঞ্চলে ১৭ লাখ ৮ হাজার ৬৯১টি, রাজশাহী অঞ্চলে ১১ লাখ ৫০ হাজার ৬০০টি, রংপুর অঞ্চলে ১৩ লাখ ৮৯ হাজার ৫৯৩টি এবং সিলেট অঞ্চলে ৮ লাখ ৩৯ হাজার ৪৭৭টি স্মার্টকার্ড বিতরণ হয়নি।

মন্তব্য লিখুন