• জাতীয় লিড নিউজ
  • প্রতি ১০০ বছরে ১ টি মহামারি: ২০২০(বর্তমান) সালে করোনাভাইরাস

প্রতি ১০০ বছরে ১ টি মহামারি: ২০২০(বর্তমান) সালে করোনাভাইরাস

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

তানিম রহমান পরান(ভ্রাম্যমান প্রতিনিধি): প্রতি ১০০ বছর পরে মনে হয় একটি করে মহামারিরপুনরাবৃত্তি ১৭২০ সালে প্লেগ, ১৮২০ সালে কলেরা, ১৯২০ সালে স্প্যানিশ ফ্লু মহামারি হয়েছে চীনেরবর্তমান ভাইরাল মহামারি উল্লিখিত মহামারিগুলোরমতো একই ধাঁচ অনুসরণ করেছে

১৭২০ সাল: ১৭২০ সালে বুবোনিক প্লেগ বৃহতআকারের মহামারী ছিল, এটি মার্সেইয়ের দুর্দান্ত প্লেগওবলে রেকর্ডগুলি দেখায় যে ব্যাক্টেরিয়া মার্সেইলে প্রায়১লাখ মানুষ মারা গেছিলো ধারণা করা হয় যে এইব্যাক্টেরিয়া সংক্রামিত মাছি দ্বারা ছড়িয়ে পড়ে

১৮২০ সাল: থাইল্যান্ডে কলেরা মহামারি প্রথম ধরাপড়েছিল ১৮২০ সালে। ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনেসহ এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল। ১৮২০সালে এই জীবাণুটির কারণে এশিয়ায় ১লাখ এরও বেশিমানুষের মৃত্যুর রেকর্ড করা হয়েছিল। ১৮২০ সালেরমহামারি দূষিত নদীর পানি খাওয়ার কারণে শুরুহয়েছিল বলে জানা যায়

১৯২০ সাল: ১০০ বছর আগে স্প্যানিশ ফ্লু দেখাদিয়েছিল, সেই সময় লোকেরা এইচ এন ফ্লুভাইরাসের সাথে লড়াই করছিল ক্রমাগত স্প্যানিশ ফ্লুজিনগত ভাবে পরিবর্তন হতো যার ফলে ভাইরাসটিস্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিপজ্জনক করেতুলেছিল প্রায় ৫০০ মিলিয়ন মানুষ এই ভাইরাসেআক্রান্ত হয়েছিল এবং বিশ্বের ১০০ মিলিয়নেরও বেশিমানুষ মারা গিয়েছিলো, ১৯২০ সালের মহামারিটিইতিহাসের সবচেয়ে মারাত্মক ঘটনা ছিল

২০২০ সাল: প্রাণঘাতী করোনাভাইরাস দেখে মনে হয়ইতিহাস প্রতি ১০০ বছর পরে নিজেকে পুনরাবৃত্তি করছে!

চীন হওয়া এই প্রাণঘাতী করোনাভাইরাসটি ইতিমধ্যেসারা বিশ্ব ছড়িয়ে পড়েছে। দুনিয়াজুড়ে মৃতের সংখ্যাক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস ডট ইনফো হিসাব অনুযায়ী, বিশ্বজুড়েকরোনায় আক্রান্ত দুই লাখ ছাড়াল। মোট আক্রান্ত লাখ হাজার ৫৬৭, মৃত্যু ৮১৬০, সুস্থ ৮২ হাজার৮১৩

২০১৯ সালের ৩১ ডিসেম্বরে চীনের উহানশহরে করোনাভাইরাসের একটি প্রজাতির সংক্রামণ দেখাদেয় উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসের কারণেথমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঘরেরভেতরেই থাকতে হচ্ছে বিশ্বের প্রায় ১৪৫টি দেশেরমানুষকে।ইতালিতে এখন ঘরে ঘরে কারাগারের মতোঅবস্থা। সরকারি নির্দেশে দেশটির সবাই এখন স্বেচ্ছায়গৃহবন্দি। অবরুদ্ধ ইতালিতে বন্দিজীবনে অলস সময়পার করছেন সেখানকার বাসিন্দারা।সুস্থ থাকলেওঘরের বাইরে যাওয়ার সুযোগ নেইজীবন যেন থমকে গেছে।

প্রাণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে ১৭ জনআক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য লিখুন