প্রচার-প্রচারণায় বাঁধা দিলে আমি ছেড়ে দেওয়ার প্লেয়ার ছিলাম না বলে মন্তব্য করেছে স্বতন্ত্র প্রার্থী জামাল রানা। শুক্রবার (৫ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামাল রানা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙর প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। তাছাড়া ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর পরিচালক।
তিনিসহ এই আসন থেকে আরো ৮ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন: তাদের মধ্যে আওয়ামীলীগের বর্তমান সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা), স্বতন্ত্র ফিরোজুর রহমান ওলি (কাঁচি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী (বটগাছ), জাসদের মোঃ আব্দুর রহমান খান (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (আম), ইসলামি ফ্রন্ট সৈয়দ মোঃ নূরে আজম (মোমবাতি), সুপ্রীম পার্টির সোহেল মোল্লা (একতারা)।
জামাল রানা সংবাদ সম্মলনে প্রশ্নের জবাবে আরো বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি ৫০ ভাগ সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তাছাড়া মাদক-সন্ত্রাস নির্মূল, বেকারত্ব দূরীকরনে শিল্প কারখানা স্থাপনের পদক্ষেপ নেওয়ার কথা জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত