পুলিশের সহায়তায় মালিকের গোয়ালে ফিরল গরু

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : পুলিশের সহায়তায় মালিক ফিরে পেল তার চোরে নেওয়া গরু। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশ গরুর মালিকের কাছে তার চুরি দুটি গরু হস্তান্তর করেছে।এ তথ্য জানিয়েছেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।এর আগে ২১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা নিবাসী মো.আলম মিয়ার গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করিয়া সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অবস্থান করে একটি সঙ্গবদ্ধ চোরচক্র। ২২ ফেব্রুয়ারি রাতে গোপন খবরে শাহবাজপুর এলাকায় চুরির -২টি গরু ক্রয়-বিক্রয় করিতেছে, এমন সংবাদের ভিত্তিতে মোবাইল-৩ নাইট রাত্রিকালীন দায়িত্ব পালনে এস আই মো. রফিকুল ইসলাম ও এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে থেকে চুরির-২টি গরু উদ্ধার করে সরাইল থানা পুলিশ। আটককৃতরা হলেন, মো.ওয়াসিম মিয়া(২৮) সরাইল উপজেলার শাহবাজপুর চৌআহাটির মৃত রায়হান( নাহার মিয়া) ছেলে ও মো. হারুন মিয়া( ৩১) ইছাক মিয়ার ছেলে গ্রাম সাটিয়া জুড়ি উপজেলা চুনারুঘাট হবিগঞ্জ। অপর জন,মো.রুবেল মিয়া (২৬), পিতা-ফিরোজ আলী,গ্রাম- তিতারকোনা উপজেলা বাহুবল তাদের গ্রেফতার করে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।এদিকে সরাইল থানা পুলিশ সরাইল থানা ফেইসবুক ফেইজে চুরির উদ্ধার -২টি গরুর ছবিসহ পোস্ট করলে, প্রকৃত গরুর মালিকের দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে সরাইল থানায় যোগাযোগ করেন। আজ ২৫ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতের নির্দেশনামোতাবেক ঐ চোরে নেওয়া দুটি গরুর মালিক সদর উপজেলার পূর্ব মেড্ডা হাছু মিয়া ছেলে মো.আলম মিয়া হাতে হস্তান্তর করেন সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.আসলাম হোসেন। সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন বলেন, রাত্রিকালীন দায়িত্বরত পুলিশ সদস্যরা রাতে খবর পেয়ে শাহবাজপুর থেকে আসামি ও দুটি গরু উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন পুলিশ। আজ শুক্রবার গরুগুলোর প্রকৃত মালিকের নিকট বিধি মোতাবেক বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। উল্লেখ থাকে যে আলম মিয়ার সদর উপজেলার মেড্ডা নিজ বাড়ির গোয়াল ঘরে মশারীর মধ্যে থাকা উক্ত গরু দুটি চোরের দল তালা ভেঙ্গে নিয়ে যায়। আজ পুলিশের সহায়তায় গোয়ালে ফিরল মালিকের চুরে নেওয়া ঐ দুই গরু। মালিক গরুর দড়ি হাতে পেয়ে পুলিশের এ কর্ম সহায়তার জন্য ধন্যবাদ জানিযে বলেন, পুলিশ মানুষের বন্ধু সত্যিই।

মন্তব্য লিখুন

আরও খবর