পুলিশের অভিযানে ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারি আটক

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারির অভিযোগে ১০২ বস্তা চালসহ এক ব্যক্তিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

১১ এপ্রিল ২০২০ খ্রিঃ শনিবার করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে সরকারিভাবে দেওয়া ১০ টাকা কেজি দরের চাল ডিলারের কাছ থেকে কালোবাজারি করে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে এক ব্যক্তি মজুদ করে রেখেছে বলে খবর পায় পুলিশ। এরপর বগুড়া জেলা পুলিশের একটি দল শিবগঞ্জ থানার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালায়।

পুলিশের অভিযানে ওই ব্যক্তির বাড়ি থেকে ১০২ বস্তা ১০ টাকা কেজি দরের চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় চাল জব্দ করার পাশাপাশি মোস্তাফিজার রহমানকে আটক করে পুলিশ।

আটক মোস্তাফিজার রহমান জানান, তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজু ডিলারের কাছ থেকে চালগুলো সংগ্রহ করেছে।

সাইফুল ইসলাম সাজু এবং চালের ডিলারকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

[ত্রাণ বিতরণের অনিয়ম, ত্রাণ নিয়ে কালোবাজারিসহ যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য আপনার কাছে থাকলে তা পুলিশকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ ছাড়াও ৯৯৯ এ ফোন করেও এসব বিষয়ে পুলিশকে অবহিত করতে পারেন।
সর্বদাই জনগণের পাশে, বাংলাদেশ পুলিশ। ]

BANGLADESH POLICE MEDIA, PHQ
[ 11 APR 2020]

বিষয়:

মন্তব্য লিখুন

আরও খবর