পাইকগাছার ৩ করাতকলে অভিযান, জরিমানা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ , ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন

খুলনার পাইকগাছায় পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন করাতকলে অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের ৬ নং ওয়ার্ড সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। এসময়ে লাইসেন্সবিহীন করাতকল(স’মিল) চালানোর দায়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অন্যান্যদের কে ও সর্তকবার্তা দেওয়া হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রসিকিউশন অফিসার ও বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, হিরেন্ময় ব্যানার্জী, আনসার সাইফুল ইসলাম, আজাদ হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

উপরে উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন বলেন, লাইসেন্স না থাকায়, রাস্তার দু’পাশে ১০ ফুটের মধ্যে গাছের গুড়ি, কাঠ না রাখতে করাতকল মালিক এবং কাঠ ব্যবসায়ীদের কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে  অবৈধ করাত কলের বিরুদ্ধে  প্রশাসনের উক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য লিখুন