পথশিশুর মাঝে খাবার বিতরণ করলেন আঁধারে আলোর সন্ধান সংগঠন

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ , ২ মার্চ ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

নগরীর রেলস্টেশনে ২৫জন পথশিশুর মাঝে খাবার বিতরণ করেন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন আঁধারে আলোর সন্ধান।

“অন্ধকার দূর করে আলো নিয়ে আসি, মানবতার স্পর্শে জয় হবে সব” এ স্লোগানকে সামনে রেখে ১৬ ফেব্রুয়ারি ২০২৪ এ যাত্রা শুরু করে এ সংগঠনটি। সংগঠনের মূল উদ্দেশ্য ছিন্নমূল ও অসহায় পথশিশুদের পাশে থেকে মানবিক কাজ করা। বর্তমানে সংগঠনটির দায়িত্বে আছে জান্নাতুল মাওয়া এবং সুমাইয়া আক্তার।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জান্নাতুল মাওয়া বলেন, আমি এতিম তাই এতিমদের প্রতি আমার ভালবাসাটা একটু বেশি। ছিন্নমূল পথশিশুরা হচ্ছে আমার আপনজন। তাই সব সময় মন চায় তাদের জন্য কিছু করি। এজন্য নিজে উদ্যোগ নিয়ে আঁধারে আলোর সন্ধান সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমি চাই এ সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়িয়ে মানবিক কাজ করে যাবো। পথশিশুদের জন্য নিজের সামর্থ অনুযায়ী কাজ করে যাবো। আমি এ সংগঠনের সাফল্যের জন্য সকলের সহযোগিতা এবং ভালোবাসা প্রত্যাশা করি।

এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়ার শিক্ষার্থী জাহিদুল হাছান জোয়াইদ, সিঙ্গার সজিব, ইমরান হোসাইন, উমর ফারুক প্রমুখ।