পঞ্চগড়ে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রার সমাপনী সেমিনার 

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ , ১ নভেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
ছবি- কালের বিবর্তন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্তন ক্যান্সার সচেতনতা মাস-২০২৪ এর গোলাপী সড়ক সোভাযাত্রার লিফলেট বিতরণ ও সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল দিনাজপুর এর আয়োজনে এবং তারুণ্য দীপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তেঁতুলিয়া ও বাংলাবান্ধা লোকাল ল্যান্ড পোর্ট এসোসিয়েশনের সহযোগিতায় তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুলতলায় এই সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়।

এই স্তন ক্যান্সার সচেতনতা মূলক গোলাপী সড়ক সোভাযাত্রায় ২০ জন সংগঠক ও স্বেচ্ছাসেবী যোগ দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ওয়ান্ড ক্যানসার সোসাইটির প্রেসিডেন্ট সৈয়দ হুমায়ুন কবির, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী পরিচালক মসিহউদ্দিন শাকের, সমন্বয়কারী সিসিপিইআর চেয়ারপার্সন মোসারাত জাহান সৌরভ, সমন্বয়কারী কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এর সিইও ইকবাল মাহমুদ, কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাহবুব শওকত, রোটারিয়ান সৈয়দ আফতাব উজ্জামান ফারিদ, হীল মসি উদ্দিন শাকের প্রমূখ।

জানা যায়, গত সোমবার ঢাকা থেকে শোভাযাত্রা গোলাপী বাসে রওনা হয় টেকনাফের উদ্দেশে। মঙ্গলবার সকাল ৯টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় সড়ক শোভাযাত্রা করছে স্তন ক্যানসার প্রতিরোধে সক্রিয় ৪৭টি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছোট-বড় প্রায় ৪০টি এলাকায় শোভাযাত্রা করেছেন গোলাপি সাজে সজ্জিত একটি বাসে।

চিকিৎসক, স্বাস্থকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যানসারবিজয়ী যোদ্ধা, সংগঠক, সংস্ককৃতিজন ছিলেন এই অভিযাত্রায়। পথসভা, শোভাযাত্রা আর সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমে যোগ দেন স্থানীয় অংশীজনরা।

মন্তব্য লিখুন

আরও খবর