হাজার হাজার নেতাকর্মীদের সমাগমে নয়পল্টনে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ।
শুক্রবার (২৮ জুলাই) সোয়া দুইটার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কুরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কুরআন তেলোয়াতের করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।
সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মহাসমাবেশের শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আজকে মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ সফল করতে সক্ষম হয়েছি।
এদিকে বিটিআরসির বিরুদ্ধে ইন্টারনেট সংযোগ নিয়ে অভিযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন সমাবেশস্থলে ইন্টারনেট সংযোগ নেই বললেই চলে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত