নির্বাচনে জনগণের অংশগ্রহণ বড় কথা — আইনমন্ত্রী

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
মনোনয়ন জমা দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নির্বাচনে কে আসবে কে আসবে না তা মূল কথা নয়, জনগণের অংশগ্রহণই বড় কথা বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জনগণ নিবার্চন চায়। তাদের যে উচ্ছ্বাস, আনন্দ এবং প্রত্যাশা নির্বাচন নিয়ে, আমি মনে করি নির্বাচন সফল হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন তিনি। এরপর বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনে না এলে সমস্যা হবে কিনা সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, আমি গত দশ বছর কসবা—আখাউড়ার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণ আমার সাথে আছে।

এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড রাশেদুল কাওছার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সোহাগ, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন রিমন ও যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন