নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা গুণলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ফারুকুজ্জামান ফারুক নামের এক ইউপি চেয়ারম্যানকে জরিমানা করা হয়েছে। কলার ছড়ি মার্কার পক্ষে  প্রচারের ও প্রভাবিত করার সময় তাকে দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ফারুকুজ্জামান ফারুক উপজেলার ফান্দাউক ইউপির চেয়ারম্যান।

অভিযান সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার মধ্যেই শেষ হয়েছিলো প্রার্থীদের প্রচার-প্রচারণা সময়। সেখানে এদিন রাতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রতিদ্বন্ধীতা করা কলার ছড়ি মার্কার প্রার্থী সৈয়দ এ.কে একরামুজ্জানের পক্ষে ফান্দাউকের ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক প্রচারণা ও ভোটারদের প্রভাবিত করা চেষ্টা চালাচ্ছিলো।তখন বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন।

খবর পেয়ে ফান্দাউক ইউনিয়নের উত্তর সিংহগ্রামে গিয়ে রাত দশটায় সংসদ নির্বাচন আচরণ বিধি ভঙ্গকরে প্রচারনা চালানোয় তাকে দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।

এ ব্যাপারে ইউপি চোয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক বলেন, আমি কোনো প্রচার-প্রচারণা চালাচ্ছিলাম না। নৌকা প্রতীক প্রার্থীর লোকজন ভূয়া খবর দিয়ে ম্যাজিষ্টেট দিয়ে আমাকে জরিমানা করিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন জানান, নির্বাচনী প্রচার-প্রচারণা সময় অতিবাহিত হওয়ার পরও প্রার্থীর পক্ষে প্রচারণা ও প্রভাবিত করার দায়ে ফারুকুজ্জামান ফারুককে আচরণ বিধি ২০০৮ এর ১১(৬) ধারা লঙ্ঘনে ১৮ (১) ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সেই সাথে পরবর্তীতে এমন কিছু না করতে সতর্ক করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর