নিজের সব সম্পত্তি বিক্রি করে শিক্ষার আলো ছড়ানো ব্যক্তিটি আমাদের মাঝে নেই

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাক্ষবাড়িয়া জেলার সদর উপজেলার দক্ষিনে উজানিশার গ্রামে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় উজানিসার জয়নালআবদিন খান উচ্চ বিদ্যালয়উক্ত স্কুলটি নিজের সব সম্পত্তি বিক্রি করেগ্রামের মাঝে শিক্ষার আলো পৌছানোর লক্ষ্য প্রতিষ্ঠা করেন উক্ত গ্রামেরকৃতি সন্তান ডাঃ মোঃ জয়নাল আবদিন খানউনি আজ ২৭০৮২০২০রোজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগকরেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন বাদ যোহর নিজপ্রতিষ্ঠানের সামনে মরহুমের জায়নামাজ অনুষ্ঠিত হয় উক্ত জায়নামাজে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডঃলোকমান হোসেন,বাসুদেব ইউ,পি চেয়ারম্যান এম. মোবাশ্বের আলমভুইয়া,শালগাওকালিশীমা স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল জনাবসামসুজ্জামান,সিটি মডেল কলেজের প্রিন্সিপাল মোঃ মোস্তফা কামালসহ আরো শিক্ষাবিদরাজনৈতিকবিদগন উপস্থিত ছিলেনসকলের কাছেমরহুমের ত্তা মাগফেরাত কামনা করছি মরহুমের ভাতিজা সদরউপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক জনাব জীবন খানসকলের কাছে দোয়া প্রার্থী।

মন্তব্য লিখুন

আরও খবর