নালিতাবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃশেরপুরের নালিতাবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (২৯ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার বাঘবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আন্ধারুপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র শাহ আলম (৩৪), দাওয়াকুড়া গ্রামের আব্দুল বারেকের পুত্র তারেক আজিজ (৩৫), পলাশীকুড়া এলাকার মৃত কেরামত আলীর পুত্র নজরুল ইসলাম (৩৪)।

পুলিশ জানায়, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘবেড় এলাকার  জনৈক সুমন্ত বর্মনের বাড়ির রাস্তায় ব্রীজে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ওইসময় ৩ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয় এবং ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।