ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শাখার উদ্যোগে

নানান আয়োজনে বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং রিসার্চ এসোসিয়েশনের সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ , ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ছবি : কালের বিবর্তন

জহির রায়হান : সকাল ১০টা থেকেই অপেক্ষা করা হচ্ছিল। এর মাঝেই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পারাবত ট্রেনের পাওয়ার কারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রধান অতিথি ভৈরব স্টেশনে আটকা পড়েছিল। ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষের চেষ্টায় ট্রেনের আগুন নিয়ন্ত্রণ করার পরই লাইন ক্লিয়ার হয়। মিনিট চল্লিশের মধ্যেই প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হলেন। এরপর সকাল ১১টায় শুরু হল কাঙ্ক্ষিত সেই অনুষ্ঠান। অবশ্য ঘন্টা খানিক আগে থেকেই শ্রোতারা অধির আগ্রহে বসে ছিলেন দর্শক গ্যালারীতে।

শুক্রবার জুম্মার দিন হওয়ায় তড়িঘড়ি করে অনুষ্ঠানকে সম্পন্ন করতে বক্তব্যের লাগাম টানা হয়েছিল। প্রথমেই পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়। এরপর সংগঠনের সভাপতি ও সিআইটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জোবাইর আহম্মেদ রানা সভাপতির বক্তব্য পেশ করেন। পরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের উপ-পরিক্ষা নিয়ন্ত্রক লায়ন ড. মো: সুলতান হোসেন।

তখন বেলা প্রায় ১২টা। এরমধ্যেই আলোচনা পর্ব শেষ। পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাহির থেকে কোনো নামি-দামি শিল্পী আনা হয়নি। নিজেদের মধ্য থেকেই গান গেয়ে মঞ্চ মাতালেন অপেশাদার শিল্পীরা। একে একে ৪/৫ জন শিল্পীর কন্ঠে প্রায় ৭/৮টা গান গাওয়া হয়। প্রথম দুটি গান প্রধান অতিথি নিজেই গাইলেন। এরপর অনুষ্ঠানের মিডিয়া পার্টনার “কালের বিবর্তন” এর সম্পাদক একটা গান গাইলেন। পরে একে একে অনেকেই গান গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান নাঈম, সহ-সভাপতি আব্দুর রহমান পরান, মোঃ রতন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাংগঠনিক মোঃ শাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক আক্তার ভূইয়া, বক্তব্য রাখেনে বাশার আহমেদ, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, এমরানুর রেজা, সিরাজুল ইসলাম ইমনসহ উপস্থিত দর্শকশ্রোতাগণ।

“কারিগরি শিক্ষা গ্রহন করবো নিজের কর্মসংস্থান নিজেই করবো” প্রতিপাদ্যে শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার প্রতি জোর দিয়েছেন।

পুরো অনুষ্ঠান জুড়েই মিডিয়া পার্টনার হিসেবে ছিল “কালের বিবর্তন”।

মন্তব্য লিখুন

আরও খবর