নরসিংদীতে ৬ দাবীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সারাদেশের ন্যায় নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ৬ দাবী পূরণের অনুরোধ জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখা। মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারী কলেজের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।

এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া ৬ টি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন ও পেশাভিত্তিক মন্ত্রণালয় চালু করা।

এসব দাবী পূরণ না হলে আগামী ০২ অক্টোবরে কর্মবিরতি পালনের ঘোষণাও দেয়া হয়। এরপরও যদি দাবী না মেনে নেয়া হয়,তবে ১০ অক্টোবর থেকে টানা ৩ দিনের কর্মবিরতির হুশিয়ারি দেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদীর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ নাসিমা আক্তার, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দীসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের অর্ধশত শিক্ষক।

মন্তব্য লিখুন