নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিরুদ্ধে থাকা আওয়ামীলীগ পন্থী শিক্ষকের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে (১১ আগস্ট) রবিবার সকালে নবীনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটোকে অবস্থান নিয়ে এই শিক্ষকের বহিষ্কার দাবি করে মানববন্ধন করছেন ছাত্ররা।

মানববন্ধনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসাবে নবীনগর উপজেলার ছাত্ররা যখন আন্দোলনে অংশগ্রহণ করছিল তখন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক জনাব খলিলুর রহমান আমাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেন এবং স্ট্যাম্পসহ শিক্ষার্থীদের প্রতিরোধ করেন। যা জাতীয় চেতনায় আঘাত হানে।

এমতাবস্থায়, সার্বিক বিবেচনায় এহেন রক্ষণশীল শিক্ষককে অনতিবিলম্বে বিদ্যালয় থেকে অব্যাহতি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ বজায় রাখতে বিদ্যালয়ে কর্তৃপক্ষের নিকট গণস্বাক্ষরিত একটি দরখাস্ত দিয়েছে ছাত্ররা।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে উল্লেখ করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা বলেন,খণ্ডকালীন শিক্ষক খলিলুর রহমানকে সাময়িক অব্যাহতি দিয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে স্থায়ী বহিষ্কার করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর