নবীনগর সরকারি কলেজে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(১৪ জানুয়ারি) ২১টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫খ্রি. এর আয়োজক কমিটির আহ্বায়ক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আহসান পারভেজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম খলিল, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহসীন হাবিব, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন আকসার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিলুফা বেগম প্রমুখ। বক্তব্যের পর ২১টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক আল ইফতে ইয়াসিন ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম।

এর আগে গত সোমবার(১৩ জানুয়ারি) দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম। মোট ২১টি ইভেন্টে প্রায় দুইশত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।