নবীনগর অস্ত্র-গুলিসহ চার জন ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে গ্রেফতার করেছে। রবিবার (২৪ নভেম্বর) মধ্যরাত দেড়টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আলী (২৮), পিতা- মৃত সুধন মিয়া, মোঃ আব্দুল হাদি (৩৫), পিতা- মোঃ হারুন অর রশিদ, মেরাজুল ইসলাম (২৫), পিতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম (৩০), পিতা- হাজী আব্দুল বারী।

তাদের সকলের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার চাঁনপুর ইউনিয়নের মহিনিপুর গ্রামে।

নবীনগর থানার এসআই আক্কাস আলী ও এসআই মোঃ মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশি তৈরি পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। ডাকাতির পরিকল্পনা করার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, সীতারামপুর ব্রিজ থেকে অভিযান চালিয়ে এ সময় তাদের কাছ থেকে দুটি দেশি তৈরি পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়।