নবীনগরে বালুবাহী ট্রলির ধাক্কায় একজনের মৃত্যু

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ , ১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার গতকাল বৃহস্পতিবার দুপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় আব্দুর রহমান (১৪) নামের একজনের মৃত্যু হয়েছে। সে নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, বৃহষ্নপতিবার দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

আব্দুর রহমানের পিতা ছোট্ট মিয়া বলেন, তাকে মালবাহী ট্রলি ধাক্কা দিলে সে মারা যায়। ট্রলিটিকে আটক করা হয়েছে।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় একজন মারা গেছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।