নবীনগরের তিতাস নদীতে ধরা পরল ২৫ কেজি ওজনের বোয়াল

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে জেলের জালে ধরা পরলো ২৫ কেজি ওজনের বোয়াল মাছ।

আজ (২৮ তারিখ) মঙ্গলবার বিকালে উপজেলার মনতলা- সীতারামপুর ব্রিজের নিচে তিতাস নদী থেকে এই মাছটি ধরেন সুধীর বর্মনের নৌকার জেলারা জানা যায় – নবীনগর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মন সহ দলের অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় আজও তিতাস নদীতে মাছ ধরতে যান।

বিকাল ২ টার দিকে তার জালে এ বোয়াল মাছটি ধরা পরে। পরে মাছটি নবীনগর বাজারে নিয়ে আসলে কুয়েত প্রবাসী জালাল উদ্দিন ৭৫০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন।

নৌকার মালিক সুধীর বর্মন এ প্রতিনিধিকে জানান- বিকালে তিতাস নদীতে আমাদের জালে ২৫ কেজি ওজনের এ বোয়াল মাছ ধরা পরে। পরে মাছটি বাজারে নিয়ে আসি।

নৌকার অন্য জেলে বীরোন্দ্র বর্মন বলেন- আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২৫ কেজি। ৭৫০ টাকা কেজি দরে এটি বিক্রি করেছি। তিতাস নদীতে এত বড় মাছ কম পাওয়া যায়। এত বড় মাছ আমাদের জালে ধরা পড়ায় আমরা অনেক খুশি।