• রাজনীতি শীর্ষ সংবাদ
  • নদী খনন কাজের বালু মাটি বিক্রির হতে চাদা নিতে গিয়ে পলাশবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা স্বপন কে গণধোলাই

নদী খনন কাজের বালু মাটি বিক্রির হতে চাদা নিতে গিয়ে পলাশবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা স্বপন কে গণধোলাই

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আখিড়া নদী খনন কাজের মাটি বালু বিক্রির টাকা হতে চাদা নিতে গিয়ে স্থানীয়দের গণধোলাইয়ের স্বীকার হয়েছেন কিশোরগাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন। ঘটনাটি ঘটেছে আজ ২৫ এপ্রিল শনিবার বিকালে উপজেলার গণেশপুর বাজার এলাকায়।

স্থানীয়রা জানান, নদী খননকাজের উত্তোলনকৃত বালু মাটি বিক্রির টাকার হতে চাদা দাবী করে খনন নিয়োজিত ভেকু চালক কে কাজ বন্ধ করা ও তা না হলে ভেকু চালকের গলা কেটে ফেলার হুমকি দেওয়ায় আজ স্থানীরা স্বপনকে গণধোলাই দিয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, এসব মাটি বালুর টাকা হতে চাদা দাবী করার স্থানীরা ক্ষিপ্ত হয়ে স্বপনকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। তবে এঘটনার পর আসল বিষয়কে ধামা চাপা দিতে খনন কাজে অনিয়মের অভিযোগ তুলে মুল বিষয়টি ধামাচাপা দিচ্ছে চাদাবাজ চক্রটি।

এবিষয়ে ছাত্রলীগের সাবেক নেতা স্বপন বলেন, বিষয়টি সঠিক নয় সেখানে মারামারি হয়েছে তা নদী খনন কাজের অনিয়ম নিয়ে। আমি নদী খনন কাজের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে স্থানীয়দের সাথে আমার মারামারি হয়।

নব্য ভূমি দস্যু ও বালু খোকো চক্রের মূল হোতা স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, নদী খনন কাজের ভেকু চালককে গলা কেটে ফেলার হুমকি দেওয়ায় শুধু আমার ছেলে নয় স্থানীয়রা মিলে স্বপনকে ধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে।