নওগাঁয় বিএনপির অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে নওগাঁয় অবস্থান কর্মসূচী পালন করছে বিএনপির নেতৃবৃন্দরা। বুধবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জেলা বিএনপি।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। দিনব্যাপী তারা অবস্থান কর্মসূচী পালন করবে। কর্মসূচীতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছে।

বক্তারা বলেন- ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে। ছাত্র – জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে।

শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে। এছাড়াও এই আনাদোলনে আরও অনেকের প্রাণ গেছে। তাই এই হত্যার বিচার করতেই হবে। ইতিমধ্যে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে, বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যোগ দেন নেতা-কর্মীরা।