দিদি হ্য তো মুমকিন হে: রাতারাতি স্টেডিয়াম কনভার্ট করে ১০০০ সিটের করলেন হসপিটাল

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

গোটা ভারতবর্ষে এখন চলছে করুনা ভাইরাসের তৃতীয় সপ্তাহ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে বাড়ছে সংক্রমনের হার এবং দুটি একটি করে মৃত্যুর সংখ্যা

খুবই ভয়ানক হতে পারে চতুর্থ এবং পঞ্চম শব্দগুলি মানুষকে সংক্রামিত হাত থেকে না বাঁচাতে পারলে ভারতবর্ষের মৃত্যু হতে পারে কম করে 30 কোটি মানুষের কারণ ভারতবর্ষে হসপিটাল এবং নার্সিংহোম এর পরিষেবা খুব একটি উন্নত না এই কথা আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী গভীরভাবে চিন্তা করেন এবং কলকাতার মধ্যে একটি স্টেডিয়ামকে রাতারাতি বদলে ফেলে একটি হসপিটাল এর মত করে

এই স্টেডিয়াম কাম হসপিটাল এর মধ্যে থাকছে এক হাজারেরও বেশি সিট ইতিমধ্যেই আনিয়েছেন উন্নত চিকিৎসা ব্যবস্থা যন্ত্রপাতি এবং অভিজ্ঞ 50 টা টিমের ডক্টর।

এই স্টেডিয়াম হসপিটালএর মধ্যে এখনো কোন করুনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়নি এই হসপিটাল ব্যাকআপ হিসেবে বানিয়ে রাখা হয়েছে চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে সংক্রমনের হার বাড়লে তখন এটিকে কাজে লাগানো হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী খ

আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আপনাদের একটি অ্যাওয়ারনেস আমাদের পক্ষ থেকে– দয়া করে বাড়ি থেকে বের হবেন না এবং বাড়ির মধ্যে বাইরে থেকে আসা ব্যক্তিদের প্রবেশ করতে দেবেন না আপনিও আসুন এবং দেশকে বাঁচান