ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিটঘর(দঃপাড়া) গ্রামের তানজিল মাহমুদ সুজয়ের (১৯) গত ৫ আগষ্ট’২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়া সাভারে মৃত্যু হয় তার। সুজয়- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাণিজ্য বিভাগের এইচ,এসসি পরিক্ষার্থী ছিল।
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার দিন মিছিলে সম্মুখ সাড়িতে মিছিলে ছিল সুজয়। ঐ দিন সুজয় সহ ১১ জন কে গুলি করে পুড়িয়ে হত্যা করে পুলিশ অভিযোগ করেন তার পরিবার।
৫ আগষ্ট সুজয়ের পিতার সাথে শেষ কথা হয় মোবাইলে। সুজয় তখন মিছিলে। বেলা ৩ টার পর সুজয়কে আর ফোনে না পেয়ে হাসপাতাল সহ সম্ভব সব জায়গায় খোঁজা খুঁজি শুরু করেন তার পিতা ও বন্ধু বান্ধবরা। পরের দিন ৬ আগষ্ট সুজয়ের স্কুলের আইডি কার্ড দেখে সেনাবাহিনী ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সনাক্ত করে যোগাযোগ করেন গাজীপুর এর সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ কতৃপক্ষের সাথে পরে সুজয়ের পরিবার সাথে
কতৃপক্ষ যোগাযোগ করে সেনাবাহিনী ও সেচ্ছাসেবী সংগঠন এর কাছ থেকে ৬ আগষ্ট সন্ধায় সুজয়ের লাশ গ্রহন করেন নিহতের পিতা ও আত্মীয় স্বজনরা। ঐদিনই রাতে লাশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিটঘর গ্রামে নিজ বাড়ীতে লাশ নিয়ে আসা হয়। পরের
৭ আগষ্ট (বুধবার) সকাল ৯ টায় সুজয়ের নিজ বাড়ীতে লাশ দাফন করা হয়।
মৃতুর ৫ দিন পর সুজয়ের মা সঙ্গে দেখা করতে গেলে তখন তিনি সুজয়ের স্মৃতি বিজড়িত ঘড়টিতে শুয়ে কান্নায় চোখের পানি ফেলে আর্তনাদ করছেন সন্তান হারা মা। সুজয়ের মা তাহমিনা বেগম বলেন, আমার পোলাডারে গুলি করে পুইড়া মাইরা ফালাইছে। আমি কিভাবে আমার পোলার পুড়া লাশের গন্ধ ভুইলা যামু। আমার বুক যারা খালি করছে তাদের বিচার আমি সরকারের কাছে চাই।
সুজেয় এর পিতা শফিকুল ইসলাম বলেন, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আমার এক মাত্র ছেলে সন্তান সুজয়। আমি এখন কি করব। তিনি বলেন, এ সন্তান পরিবারের হাল ধরবে এই নিয়ে আমার কত স্বপ্ন ছিল বলে কান্নায় ভেঙে পড়েন।
নিহতের ছোট ২বোন এনি ও স্বরিণ বলেন আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে। শহীদ হয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিছে। সরকার কাছে আমার ভাই হত্যার বিচার চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
নড়াইলে জাতীয় যুব দিবস পালিত
নড়াইলে জাতীয় যুব দিবস পালিত
বিদ্যুতের তারে জড়িয়ে বুনোহাতির মৃত্যু
বিদ্যুতের তারে জড়িয়ে বুনোহাতির মৃত্যু
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে
নালিতাবাড়ীতে আজ সমাপ্তি হচ্ছে খ্রীষ্টধর্মের সর্ববৃহৎ তীর্থ অনুষ্ঠান
নালিতাবাড়ীতে আজ সমাপ্তি হচ্ছে খ্রীষ্টধর্মের সর্ববৃহৎ...
‘জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই’
‘জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই’