ত্রিশাল আমিরাবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে ত্রাণ বিতরণকরলেন সোহাগ মন্ডল

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ , ৪ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এনামুল হকসারাদেশ যখন লকডাউন অবস্থায় রয়েছে নিম্ন আয়ের মানুষ ঘর থেকেবের হতে পাচ্ছেনা, উপার্জন করতে পাচ্ছেনা, কর্ম না থাকার কারণে দুবেলা খাবার পরিবারের সদস্যদের মুখে তুলে দিতে পাচ্ছেনা তখনত্রিশাল আমিরাবাড়ী ইউনিয়নে তাদের জন্য ত্রাণ বিতরণ করেন তরুনব্যবসায়ী সমাজ সেবক ইমরান হোসেন সোহাগ মন্ডল

এপ্রিল, শুক্রবার বিকাল ৪টা থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়েপ্রায় ২০০ খেটে খাওয়া মানুষের মাঝে তিনি এই ত্রান বিতরণ করেছেনযার মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ,ডিম, পেঁয়াজসহ সংসারেরনিত্যপণ্যসামগ্রী ছাড়াও এই সময়ে ওই মানুষগুলোর ওষুধপত্র, এসবপরিবারের মানুষদের পরিষ্কারপরিচ্ছন্নতার জন্য হাতধোয়ার সাবান স্যানিটাইজারও বিতরণ করেন তিনি বলেন, “মানুষ মানুষের জন্যএইকথা মাথায় রেখে এলাকার যেসব নিম্ন আয়ের মানুষ সাময়িক সময়েরজন্য সমস্যায় পড়েছেন, বিশেষ করে যারা দিনে আনে দিন খায় এসবমানুষ বেশি সমস্যায় পড়েছেন

তারা রোজগারও করতে পাচ্ছেন নাআবার কারও কাছে হাত পেতে চাইতেও পাচ্ছেন না তাদের কথা চিন্তাকরেই তাদের একটা তালিকা প্রস্তুত করি এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণকরি এই দুঃসময়ে তাদের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছেভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে আমিরাবাড়ী ইউনিয়নবাসীর পাশেথাকতে চাই তিনি এলাকাবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে  সচেতনহওয়ার আহ্বান জানিয়  বলেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নথাকুন,ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমেসহযোগিতা করেন সাকিব,সোয়েব,পারভেজ মন্ডল প্রমুখ

মন্তব্য লিখুন

আরও খবর