‘তুমি যে ডাক্তার’-আল আমীন শাহীন

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ , ২ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

তুমি যে ডাক্তার
—————-আল আমীন শাহীন

যাচ্ছ যাও, তোমাকে বাঁধা দেবনা
বলবে কিছু ? না,তোমাকে আর বলতে হবে না
তোমাদের কথা এখন সবাই জানে
তুমি ডাক্তার, তোমার মহান পেশার কথা
তোমার মানুষ বাঁচানোর শপথের কথা
মৃত্যুঝুঁকিতে মূমুর্ষ-রোগীর পাশে থাকার কথা
হাসিমুখে মানুষের জন্য তোমাদের
ত্যাগ আর আত্মোৎসর্গিত জীবনের কথা।
মানুষ জানে, তোমার ঘর আছে- সংসার আছে
স্বামী আছে,ছয়মাসের এক সন্তান আছে
তাদের কাছ থেকে বিদায় নিয়ে
হাসিমুখে তুমি যাও তোমার কর্তব্যকাজে
তোমার জন্য অপেক্ষায় থাকা
অনেক অনেক মানুষকে বাঁচাবে বলে।
যাচ্ছ যাও,তোমাকে বাঁধা দিবনা
কারো স্ত্রী কারো মা এই পরিচয় শুধু নয়
তোমার পরিচয় তুমি সৃষ্টির সেরা মানুষ
মানবতায় মানুষ বাঁচানো তোমার ধর্ম
করোনা প্রতিরোধে তুমি করুণা-অগ্রণীযোদ্ধা,
একার ছোট সংসার শুধু তোমার নয়
বিশ্ব সংসারের আগামীর সুখের চাবি তুমি,
তুমি যাচ্ছ দেশের ক্রান্তিলগ্নে
দেশ বাঁচাতে, দেশের মানুষ বাঁচাতে
এপ্রোণ মাস্ক গ্লাফসে শরীর ঢাকা আবরণে
ভয় নেই মরণে অবিচল দায়িত্ব পালনে
আইসোলেশন সেন্টারে হাসপাতালে
ব্যতিব্যস্ততায় মানুষের প্রাণ রক্ষায়
করোনা প্রতিরোধের অগ্রণীযোদ্ধা
তুমি যাচ্ছ যাও তোমাকে বাঁধা দেবনা।
তোমার চিকিৎসায় ফিরে পাবে
তোমারই সন্তানের মতো অনেক সন্তান
তাদের সুস্থ মাকে, স্বামীরা পাবে স্ত্রীকে
সংসার ফিরে পাবে তাদের অভিভাবককে।
তুমি যাচ্ছ যাও বাঁধা দেবনা
তুমি যাচ্ছ পৃথিবী বাঁচাতে, মানুষ বাঁচাতে
তুমি যাচ্ছ আমাকে বাঁচাতে
তোমার সন্তানকে বাঁচাতে।
তুমি যাচ্ছ একজন মানুষ অনেক মানুষ বাঁচাতে
মানুষের জন্যই মানুষ অমর শ্লোগান প্রমাণে।
যাচ্ছ যাও, বাঁধা দেবনা অপেক্ষায় থাকবো
তোমাকে নিয়ে গর্ব করবো।

প্রেরণা: বন্ধু ডাঃ দেলোয়ার হোসেন মাহি