ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে জামায়াতের অবরোধ

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ , ১ নভেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন জামায়াতে ইসলামি ও বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন ও সড়কের মাদানীনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় টায়ার পুড়িয়ে অবরোধ করেন। অপরদিকে একই মহাসড়কে মাদানীনগর এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে চলে যায়।

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা জানান, নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর