ডেঙ্গু : হাসপাতালে একদিনে ২৬৫৩ রোগী ভর্তি, মৃত্যু ১৪

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , ২৬ জুলাই ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে।

বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫৩ জন। যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে মঙ্গলবার একদিনে দুই হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।