• জাতীয় লিড নিউজ
  • ডেঙ্গু : একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ২৮৪৪, মৃত্যু ১২

ডেঙ্গু : একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ২৮৪৪, মৃত্যু ১২

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সংগৃহীত

সারাদেশে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনকি দিন বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫২ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৪৪ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭৫ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮১৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩৬ হাজার ২৫৫ জন।

মন্তব্য লিখুন

আরও খবর