আগামী ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। আর এই উপ নির্বাচনে অংশ নিতে সদস্য পদ থেকে সড়ে দাড়ালেন মো. বিল্লাল মিয়া।
বুধবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত (উপ-সচিব) এম.এম. মাহমুদুর রহমানের কাছে তার পদত্যাগ পত্র জমা দেন।
মো: বিল্লাল মিয়া জেলা পরিষদের (আশুগঞ্জ উপজেলা) থেকে ৩নং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারের মৃত্যু হয়। এরপর থেকে চেয়ারম্যান ছাড়াই জেলা পরিষদের কার্যক্রম চলে আসছে। আগে থেকে প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্যদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া যায়নি। তাই চেয়ারম্যান পদে আগামী ৯ মার্চ জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পদত্যাগকারী বিল্লা মিয়া জানান, আগামী ৯ মার্চ চেয়ারম্যান পদে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন। তাই স্থানীয় সরকার বিভাগের সকল সম্মানিত জনপ্রতিনিধি ভোটরদের ভোট প্রার্থনাসহ জেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
পদত্যাগের বিষয়টি স্বীকার করে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত (উপ-সচিব) এম.এম. মাহমুদুর রহমান জানান, ‘তফসিল অনুসারে আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর পূর্ববর্তী যেকোনো দিনেও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
মনোনয়নপত্র বাছাই করা হবে ১৫ ফেব্রুয়ারি। বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি।’
মন্তব্য লিখুন
আরও খবর
ত্রিশালে বাসের ধাক্কায় অটোরিক্সার যাত্রী নিহত
ত্রিশালে বাসের ধাক্কায় অটোরিক্সার যাত্রী নিহত
কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
বেনাপোল-যশোর মহাসড়কে ছাত্র-ছাত্রীদের জন্য বাস ভাড়া অর্ধেকে নির্ধারণ
বেনাপোল-যশোর মহাসড়কে ছাত্র-ছাত্রীদের জন্য বাস ভাড়া...
পলিথিন নিষিদ্ধে জনসচেতনতায় তরী বাংলাদেশ’র লিফলেট বিতরণ
পলিথিন নিষিদ্ধে জনসচেতনতায় তরী বাংলাদেশ’র লিফলেট...
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী’র জলকপাট খুলে দেওয়ায় চলছে মাছ...
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী’র জলকপাট খুলে দেওয়ায়...
জয়পুরহাটে একই স্থানে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষনা:প্রশাসন কর্তৃক ১৪৪...
জয়পুরহাটে একই স্থানে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষনা:প্রশাসন...