জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত পোর্টথানার লিখন কুমার সরকার

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ , ২১ এপ্রিল ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলা পুলিশের কল্যাণ সভায় জেলার ০৯ টি থানার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার এসআই(নিরস্ত্র) লিখন কুমার সরকার।

রবিবার(২১ এপ্রিল/২০২৪) যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এই সন্মাননা সনদ প্রদান করেন।

সন্মাননা প্রদানকালীন সময় উপস্থিত ছিলেন,জেলা পুলিশের পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

পোর্টথানা সূত্রে জানা যায়,এসআই(নিরস্ত্র) লিখন কুমার সরকার বেনাপোল পোর্টথানায় যোগদান করার পর থেকে মাদক, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করা, অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতিতে সাফল্য অর্জন করায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।

সন্মাননা সনদ পেয়ে এসআই(নিরস্ত্র) লিখন কুমার সরকার মুঠো ফোনে জানান, “শ্রেষ্ঠ এসআই পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি, সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব। থানায় এসে কোনো মানুষ যাতে বলতে না পারে পুলিশ খারাপ।

পুলিশ হবে জনগণের বন্ধু, যশোর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আমার পোর্ট থানার ওসি মহোদয় সুমন ভক্ত এবং সকল এসআই, এএসআই, কনস্টেবল সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতে সেবার মান বাড়িয়ে পুলিশ এবং সেবা গ্রহিতার মধ্যে সুসম্পর্ক গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাবো”।