জীবনে নানা বাঁধা চলায়, তবু অদম্য মানব সেবায়

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আল আমিন শাহিনঃ “মানুষের জন্যই মানুষ“ মনের মাঝে এই চরম সত্যকে লালন করে জীবনে নানা বাঁধা চলায়, তবু অদম্য মানব সেবায় প্রতিবন্দী কল্যাণ সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না, সে এবং ড্রিম ফর ডিসএ্যাবিলিটি সংগঠন করোনা ত্রাসে সংকটময় পরিস্থিতিতে কোন প্রতিবন্ধী যেন বিপাকে না পড়ে সে জন্য দিন রাত কাজ করছে। খাদ্য সামগ্রী নিয়ে স্বেচ্চাসেবীদের মাদ্যমে সেসব সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে। মুন্নার কাজে প্রেরণা হয়ে এগিয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় সংসদ সদস্য বেসরকারী বিমান পরিবহণ পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়।

উনি প্রতিবন্ধীদের জন্য প্রেরণ করেছেন খাদ্য সামগ্রী। এসব বিতরণ জন্য প্রস্তুতিতে গিয়ে দেখি নিরলসভাবে কাজ করছে মুন্না সহ তার সেবা সহযোদ্ধা আব্দুল মালেক , মুনীর, জুবায়ের, বাবু সহ কয়েকজন। একপর্যায়ে আকস্মিক সেবা কাজ দেখতে আসেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মোঃ আবু সাঈদ শামীম মহোদয়।তিনি একাজের প্রসংশা করেন। এমনই কাজে অংশীদারিত্বে নিজের মনেও ছিল অন্যরকম অনুভূতি, মনে ছিল “মানুষের জন্য মানুষ এই অমর ধ্বনী”। আসুন যার যার অবস্তানে থেকে আমাদের আশপাশের যারা আছে তারা যেন সংকট মুহুর্তে কোন অসুবিধায় না থাকে সে খবর রাখি এবং তাদের সহায়তায় এগিয়ে আসি।

মন্তব্য লিখুন

আরও খবর