জীবনগাঁথা ২০২০ : আল আমীন শাহীন

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ , ২০ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

জীবনগাঁথা ২০২০
—– আল আমীন শাহীন

জীবন থেকেই নাটক হয়, নাটক থেকে জীবন নয়,
জীবন থেকে নাটক হারায়, জীবনে এলে প্রলয়,
বিশ্বজুড়ে বিরামহীন যাচ্ছে যে সময়
করোনার গ্রাসে চারিপাশে জীবনের অবক্ষয়।
থমকে যেন এ পৃথিবী , হারাচ্ছে সব রীতি-নীতি
বাঁচার জন্য লড়ছে সবাই, নয় কোন অভিনয়।
করোনা বেশে যমদূত এলো নবঢঙ্গে
দেশে দেশেকরাল থাবা জীবন অঙ্গে
আলোর মাঝে ঘুটঘুটে কালো ছড়ানো জীবনময়
বাস্তবে জীবনগাঁথা নয় যে কল্পময়
বিশ্বজুড়ে করুণ মরণ এখন শুধুই মৃত্যুভয়
দুর্দিন ভয়ার্ত চলছে যে দুঃসময়।
কর্মের মানুষ গৃহবাসী,ভোজন বিলাসী অনাহারী
আর্ত পীড়িত সব বয়সী, পেটের ক্ষুধা কি সয় ?
করোনায় আক্রান্ত হলে, আপনজনও থাকে দূরে
মরণের পরে শেষসময়েও আপনজনও না পাশে রয়
বাস্তবের করুণ জীবনচিত্র ২০২০ খ্রিষ্টাব্দের এ দুঃসময়।
মনের মাঝে চিন্তা শুধু আরও না জানি কি হয়।
স্বাভাবিক যা ছিল জীবনে তা ফিরে পাবার ভয়।
না জানি থামবে কখন এ মরণ ছোবল বাস্তবের এ প্রলয়।
দেশ জাতি বর্ণ নির্বিশেষে প্রার্থনা আজি গোটাবিশ্বময়
করোনা থেকে করো রক্ষা , করো করুণা
সৃষ্টির সেরা মানুষের স্রষ্টা, হে দয়ালু করুণাময়
জীবাণুর সাথে মানুষের লড়াইয়ে, মানুষকে দাও জয়।
—————————–
উৎসাহ : মোর্শেদা মতিন মিলি